Site icon Insurance33

Tiktiki Porle Ki Hoy, শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়? টিকটিকি পতনের ফলাফল

Tiktiki Porle Ki Hoy, শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়? টিকটিকি পতনের ফলাফল
Tiktiki Porle Ki Hoy, শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়? টিকটিকি পতনের ফলাফল

Tiktiki Porle Ki Hoy, শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়?

প্রাচীনকাল থেকেই আমাদের কিছু ঘটনাকে শুভ আবার কিছু ঘটনা কি অশুভ বলে মনে করা হয়। তার মধ্যে একটা, শরীরের কোথায় টিকটিকি পড়লে কী হয়? প্রায় প্রত্যেকের ঘরে টিকটিকি থাকে এবং সেই টিকটিকি যখন গায়ের কোনো স্থানে বা অঙ্গে পড়ে তখন আমাদের মনে প্রশ্ন জাগে – টিকটিকি পড়ার পেছনে কি কারণ? এটি ভাগ্যের জন্য শুভ না অশুভ কী বার্তা বয়ে আনে? ছেলেদের এবং মেয়েদের টিকটিকি গায়ে পরার অর্থ ও লক্ষণ? এবং দেহের কোন কোন স্থানে টিকটিকি পড়া কী কী ধরনের সঙ্কেত নির্দেশ করে সে বিষয়ে সকলেই প্রায় চিন্তিত থাকেন।

টিকটিকি পতনের ফলাফল – tiktiki potoner folafol

আপনার কি জানতে ইচ্ছে হয় শরীরের কোন অংশে টিকটিকি পড়লে কি হয়? টিকটিকি কিভাবে ভাগ্যের শুভ ও অশুভ বার্তা বয়ে নিয়ে আসে? এই প্রতিবেদনে আমরা টিকটিকি পড়ার বিভিন্ন স্থান, লক্ষণ এবং তার শুভ ও অশুভ দিক নিয়ে আলোচনা করেছি।

প্রথমেই জানিয়ে রাখা ভাল, টিকটিকি একটি বিষাক্ত প্রাণী, তাই আপনার শরীরের কোন অংশে বা আপনার জামা কাপড়ের উপর পড়লে ওই স্থান ভালো করে ধুয়ে নেওয়া উচিত।

টিকটিকি সরীসৃপ প্রাণী গায়ের উপর পড়লে বেশিরভাগ মানুষই ভয় পায়। এছাড়াও আমাদের মনের মধ্যে প্রাচীনকালের বিশ্বাস রয়েছে যে টিকটিকি দেহের বিভিন্ন স্থানে পড়লে কখনো শুভ লক্ষণ আবার কখনো অশুভ লক্ষণ বার্তা দেয়। আর তখনই আমাদের মনের মধ্যে ভয় ও ভীতি এবং উদ্বেগ সঞ্চার হয়। এখন আমরা জেনে নেব টিকটিকি পতনের ফলাফল।

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী পুরুষ এবং মহিলা ভাগে শরীরের বিভিন্ন স্থানে টিকটিকি পড়লে তার ফলাফল বিভিন্ন হয়। শরীরের কোন অংশে টিকটিকির পতন হয়েছে তা বিবেচনা করে ভালো-খারাপ মূল্যায়ন করে থাকে।

মাথায় টিকটিকি পড়লে কি হয়?

মাথার উপর টিকটিকি পড়লে শুভ লক্ষণ মনে করা হয়। মাথার উপর টিকটিকি পড়লে প্রচুর ধনসম্পত্তির লাভের সংকেত নির্দেশ করে অর্থাৎ আপনি প্রচুর ধনসম্পত্তি আপনি পেতে চলেছেন। মেয়েদের ক্ষেত্রে মাথার বাম দিক এবং পুরুষদের জন্য মাথার ডান দিক শুভ বলে ধরা হয়।

সামনে টিকটিকি পড়লে কি হয়?

সামনে টিকটিকি পড়লে শুভ বা অশুভ কোনোটি ধরা হয় না।

ডান পায়ের উপর টিকটিকি পড়লে কি হয়?

ছেলেদের ডান পায়ে টিকটিকি পড়লে ভ্রমণের যোগ রয়েছে এবং ছেলেদের বাম পায়ে টিকটিকি পড়লে। (tiktiki paye porle ki hoy)

মেয়েদের বাম পায়ে টিকটিকি পড়লে ভ্রমণ এর সুবিধা আসতে চলেছে। মেয়েদের ডান পায়ে টিকটিকি পড়লে অশুভ কোনো রোগ ব্যাধি দেখা দিতে পারে।

আবার পায়ের আঙ্গুলের উপর টিকটিকি পড়লে বিদেশযাত্রা অথবা তীর্থযাত্রা অথবা দূরে ভ্রমণ যাত্রার সংকেত দেয়।

খাওয়ার সময় যদি টিকটিকি কারো পায়ে পড়ে তবে তা শারীরিক অসুস্থতার ইঙ্গিত দেয়।

বাম হাতে টিকটিকি পড়লে কি হয়?

ছেলেদের ডান হাতে টিকটিকি পড়লে ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, আবার যদি ছেলেদের বাম হতে টিকটিকি পড়ে তাহলে ধনহানি সম্ভবনা রয়েছে।

মেয়েদের বাম হতে টিকটিকি পড়লে ভালো লক্ষণ বলে মনে করা হয়, আবার মেয়েদের ডান হাতে টিকটিকি পড়লে ধনহানি সম্ভবনা রয়েছে।

বুকে টিকটিকি পড়লে কি হয়?

বুকে টিকটিকি পড়লে ছেলে ও মেয়ে সবার জন্যই এটি শুভ মনে করা হয়। এর ফলে আপনার সুখ, সম্পত্তি, জশ, খ্যাতি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে।

কাঁধে টিকটিকি পড়লে কি হয়

ছেলেদের ডান কাঁধে টিকটিকি পড়লে ধন প্রাপ্তি, সফলতা, কাজে প্রচেষ্টার ক্ষেত্রে পূর্ণ্যতা লাভ হয়, আপনার আয়ু বৃদ্ধি ও শুভ লক্ষণ বলে মনে করা হয়, বাম কাঁধে পড়লে পরাজয়, কাজে ব্যর্থতা, আত্মবিশ্বাস হারিয়ে ফেলার ভয় দেখা দেয়।

মেয়েদের ডান কাঁধে টিকটিকি পড়লে অশুভ সংকেত, বাম কাঁধে পড়লে শুভ মনে করা হয়, আপনার আয়ু বৃদ্ধি, নতুন জামাকাপড় পাওয়ার যোগ বোঝায়।

ঘাড়ে টিকটিকি পড়লে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে, সকলের কাছে আপনার আরও গুরুত্ব বাড়বে।

মেয়েদের বাম হাতে টিকটিকি পড়লে কি হয়?

মেয়েদের বাম হতে টিকটিকি পড়লে ভালো লক্ষণ বলে মনে করা হয়, ধন প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার মেয়েদের ডান হাতে টিকটিকি পড়লে ধনহানি সম্ভবনা রয়েছে।

ঘরে টিকটিকি থাকলে কি হয়?

ঘরের টিকটিকি থাকলে তারা শুভ বলে মানা হয়। এছাড়া টিকটিকি ঘরের পোকামাকড় খায়।

বুকে টিকটিকি পড়লে কি হয়?

বুকে টিকটিকি পড়লে ছেলে ও মেয়েদের জন্যই এটি একটি ভালো সুখ, সম্পত্তি, জশ ও খ্যাতি প্রাপ্তির সম্ভাবনা থাকে।

মুখে টিকটিকি পড়লে কি হয় – mukhe tiktiki porle ki hoy

মুখের উপর টিকটিকি পড়লে পছন্দ খাবার খাওয়ার সুযোগ মিলবে, যে খাবারের কথা অনেকদিন ধরে ভাবছেন কিন্তু খেতে পারছেন না, তা মিলতে পারে।

টিকটিকি মারলে কি ক্ষতি হয়?

টিকটিকি মারা খুবই অশুভ বলে ধরা হয়। তাই টিকটিকি আপনি কখনোই মারবেন না, আপনি ঘর থেকে তাড়িয়ে দিতে পারেন।

টিকটিকি গায়ে পড়লে কি হয়?

আবার যদি টিকটিকি আপনার গায়ে পড়ে, তা হলে আপনি কোনও বিষয়ে খুবই সম্মানিত হতে চলেছেন।

টিকটিকি গায়ে পায়খানা করলে কি হয়?

টিকটিকি গায়ে পায়খানা করলে অবশ্যই সেটা ক্ষতিকারক। জামা কাপড়ের উপর পড়লে তা ভালো করে ডিটারজেন্ট দিয়ে ধুয়ে নিতে হবে এবং গায়ে পড়লে সাবান দিয়ে স্নান করতে হবে।

ছেলেদের বাম পায়ে টিকটিকি পড়লে কি হয়?

ছেলেদের বাম পায়ে টিকটিকি পড়লে

কানে টিকটিকি পড়লে কী হয়

ছেলেদের ডান কানে টিকটিকি পড়লে অর্থলাভ হয় এবং মেয়েদের বাম কানে টিকটিকি পড়লে স্বর্ণঅলংকের লাভ হয়।

Exit mobile version