Site icon Insurance33

Brono Komanor Upay – মুখে গোটা দূর করার উপায়, কি খেলে ব্রণ দূর হয়? মুখে ব্রণ হলে কি মাখা উচিত?

Brono Komanor Upay - মুখে গোটা দূর করার উপায়, কি খেলে ব্রণ দূর হয়? মুখে ব্রণ হলে কি মাখা উচিত?
Brono Komanor Upay – মুখে গোটা দূর করার উপায়, কি খেলে ব্রণ দূর হয়? মুখে ব্রণ হলে কি মাখা উচিত?

Brono Komanor Upay – মুখে গোটা দূর করার উপায়

অনুষ্ঠান বাড়ি অথবা বিয়ে বাড়ি রয়েছে, সকালে ঘুম থেকে উঠে দেখলেন সারা মুখ ব্রণয় ভরে গেছে। এবার ব্রণ ভরা মুখ নিয়ে আপনি কিভাবে অনুষ্ঠান বাড়িতে যাবে! এই ব্রণ কিভাবে কমাবেন তাই ভেবে সারাদিন মাথা নষ্ট, মুড অফ, কাজেও মন বসবে না। তবে এটা সবারই জানা যে ব্রণ হতে একদমই সময় লাগে না। কিন্তু এর হাত থেকে নিস্তার পেতে বহুদিন লেগে যেতে পারে। যদি সঠিক চিকিৎসার মাধ্যমে ব্রণের হাত থেকে রেহাই পাওয়া সম্ভব। কিন্তু তার জন্য যে সমস্ত ওষুধ অথবা ক্রিম প্রয়োজন তা দাম অনেক, যদিও ওই সমস্ত ঔষধ বা ক্রিম ব্যবহার করলে শরীরের পার্শপ্রতিক্রিয়া হওয়ার সম্ভাবনা থাকে। ব্রণ খুব সহজেই দূর হবে যদি সঠিক সময়ে পুষ্টিকর খাবার পর্যাপ্ত পরিমাণে ঘুম এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা যায়। আসুন জেনে নেওয়া যাক কি কি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করে শারীরিক পার্শ্ব-প্রতিক্রিয়া ছাড়াই আপনার ব্রণ দূর হয়ে যাবে।

কি খেলে ব্রণ দূর হয়?

অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে কিশোর এবং কিশোরী ব্রণের সমস্যায় ভোগে। ত্বকের ধরণ, বয়স এবং হরমোন-এর সাথে সাথে খাদ্য খাবারের ওপর নির্ভর করে ব্রণের সমস্যা বাড়ে এবং কমে। এবার চলুন দেখে নেওয়া যাক কি খেলে ব্রণ দূর হয়?

আরও পড়ুন >>  দাঁত ব্যথা কমানোর উপায়

মুখে ব্রণ হলে কি মাখা উচিত?

ব্রণের জন্য নিম পাতার ব্যবহার

নিম পাতার রস জীবানুনাশক এবং ত্বকের জন্য খুবই উপকারী। নিম পাতায় রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা ব্রোনো দূর করতে সাহায্য করে। নিমপাতা ভালো করে বেটে সাথে চন্দন গুঁড়ো মিশিয়ে মিশ্রণ তৈরী করুন। এরপর এই মিশ্রণটিকে ভালো করে মুখে লাগিয়ে দশ কুড়ি মিনিট পর মুখ ধুয়ে ফেলুন। টানা কয়েক দিন ব্যবহার করলে ফল পাবেন হাতেনাতে। এছাড়া আপনি নিম পাতা এবং হলুদের মিশ্রণ মুখে লাগাতে পারেন। ব্রণের জন্য নিম পাতার ব্যবহার খুবই উপকারী।

৭ দিনে ব্রণ দূর করার উপায়

এক রাতে / একদিনে ব্রণ দূর করার উপায়

অ্যাসপিরিন গুঁড়ো – ব্যথা কমাতে অ্যাসপিরিন খুবই ভালো, ঠিক ততটাই ভালো ব্রণ কমাতে। বিশেষজ্ঞদের মতে, অ্যাসপিরিনে রয়েছে স্যালিসাইলিক নামক অ্যাসিড, যা ব্রণর ব্যথা আর লালচেভাব দ্রুত কমাতে পারে। একটা অ্যাসপিরিন ট্যাবলেট গুঁড়ো করে তাতে একটু জল মিশিয়ে পেস্ট বানান। এই পেস্ট ব্রণর উপরে লাগিয়ে সারা রাত রেখে দিলেই সকালে উধাও হবে ব্রণ। এক রাতে বা একদিনে ব্রণ দূর করার উপায়।

ব্রণের দাগ দূর করার উপায়

ব্রণের জন্য কোন ক্রিম ভালো

মুখের ব্রণ দূর করার জন্য মার্কেটে বিভিন্ন নামিদামি কোম্পানির ক্রিম রয়েছে।সেগুলি ব্যবহার করে আপনি মুখের ব্রণ দূর করতে পারেন তবে তাতে পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে যা আপনার মুখের ত্বকের ক্ষতি করতে পারে। তাই ব্রন ও ব্রনের দাগ দূর করার জন্য অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ মেনে ক্রিম ব্যবহার করবেন।

ব্রণের দাগ দূর করার মেডিসিন

ত্বকের ব্রণের দাগ দূর করতে ভিটামিন সি খুবই কার্যকর। অ্যাসকরবিক অ্যাসিড, ভিটামিন সি ত্বকে পরিষ্কার করে, ত্বকের ক্ষতি ও দাগছোপ কমাতে সহায়তা করে। ত্বক ভালো রাখতে ভিটামিন সি সিরাম ব্যবহার করতে পারেন।
ত্বকের দাগ খুব বেশি গভীর হলে এবং কোনো কিছু টোটকা ত্বকে ঠিক মত কাজ না করলে, ত্বক ও দাগের ধরন বুঝে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। ত্বকের ব্রণের দাগ দূর করার মেডিসিন বা কসমেটিকস ব্যবহার করলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

ব্রণের জন্য কোন ফেসওয়াস ভালো

ব্রণের জন্য আপনি নিম ফেসওয়াশ কিংবা পাপাইয়া ফেসওয়াশ ব্যবহার করতে পারেন। ব্রণের জন্য নিম এবং পাপায়া ফেসওয়াশ দুটো খুবই উপকারী।

ব্রণের গর্ত দূর করার ক্রিম

আপনি যদি ব্রণের গর্ত দূর করার ক্রিম -এর সাহায্যে ব্রণের দাগ দূর করতে চান, তবে অবশ্যই চর্ম বিশেষজ্ঞের পরামর্শ নিন। না হলে আপনার মুখের ত্বক খারাপ হয়ে যেতে পারে। (Brono Komanor Upay)

Exit mobile version